একনজরে
যার জন্মে আমরা গর্বিত
মহাকবি কায়কোবাদ এর জন্মভূমি নবাবগঞ্জ, প্রবাহমান ইছামতির পাড় ঘেষে গড়ে উঠা নবাবগঞ্জ উপজেলার অধীনে যন্ত্রাইল ইউনিয়ন।কালে ভদ্রে আজ যন্ত্রাইল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি ,ধর্মীয় অনুষ্ঠান এবং খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল। মুসলিম হিন্দু ও খ্রিষ্টান এই তিন ধর্মের বসবাস এবং প্রত্যেকের ভ্রাতৃত্ব বন্ধন বিদ্যমান।
র ক) নাম- ৬ নং যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ, পো: নবাবগঞ্জ, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা-১৩২০।
খ) আয়তন- ৪৭৯৭একর/ ১৯.৪৩( বর্গকি:মি: ) ।
গ) লোকসংখ্যা- ২৫,০২২ প্রায় ( আদমশুমারী অনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা- ১৭টি।
ঙ) মসজিদেরসংখ্যা- ৩২টি
চ) মন্দিরেরসংখ্যা- ৫৬টি
ছ) মৌজারসংখ্যা- ৮টি।
জ) বাজারসংখ্যা- ৭টি।
ঝ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম- রিক্সা।
ঞ) শিক্ষার হার- ৫৭% (২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি।
বে- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১টি।
উচ্চ বিদ্যালয়- ৩টি এবং ১ টি টেকনিক্যাল স্কুৃল এন্ড কলেজ নির্মানাধীন
ট) মাদ্রাসার সংখ্যা- ৫টি
ঠ) দায়িত্বরত চেয়ারম্যান- এ. কে. এম. মনিরুজ্জামান ।
ড) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান- যন্ত্রাইল ইদগাঁ এবং শিববাড়ী মঠ।
ঐতিহাসিক/ পর্যটনস্থান- দর্শনীয় স্থান হিসেবে মরগঙ্গা নদী সৌন্দর্য বর্ধন পরিকল্পাধীন
ইউপি ভবন স্থাপনকাল- ০৬-০৪-২০১৩ ইং ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস